২২ মামলার আসামী মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৫ মে) ভোর রাতে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার আতংকের নাম মোমেন বাহিনী। এই এলাকায় পথচারীসহ অন্যদের খুন করে সর্বস্ব লুট করে নিতে এই বাহিনী।
নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক রুহল আমিনের নেতৃত্বে ডিবি সদস্যরা তাকে ভোর রাতে কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করে। এদিকে তার গ্রেফতার খবরে স্বস্তি নেমে এসেছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...