নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনিয়া সরকার নামে একজন বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত মিন্টু খলিফার লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
নিহত মিন্টু খলিফা (৩৫) বরিশালের আগৈলজোড়া থানার মন্টু খলিফার ছেলে। তিনি স্ত্রী সোনিয়া সরকারকে নিয়ে বিভিন্ন এলাকায় বাউল গান পরিবেশন করতেন।
বাউল শিল্পী সোহেল সরকার জানান, রোববার বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চবটি বাউল ক্লাবে দোয়া-মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান হয়। সোনিয়া ও তার স্বামী মিন্টুও আমন্ত্রণে সেখানে যোগ দেন। অনুষ্ঠানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন। সোনিয়াও একটি গান গাইতে গাইতে সেখান থেকে চলে যান। এর কয়েক ঘণ্টা পরই মিন্টুর হত্যার খবর পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-মারাত্মক ক্ষোভ থেকেই দুর্বৃত্তরা মিন্টুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তার মাথার তালু, পেট, পিঠ ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, মিন্টু খলিফা তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর আগে সোনিয়া সরকারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই দুজন বিভিন্ন এলাকায় বাউল গান করে আসছিলেন। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার মন্তব্য প্রদান করুন...