ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির ৪নং সহ-সভাপতি ও ছাত্র হত্যা মামলার আসামী মোঃ সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর নদীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার মৃত ওয়াজউদ্দিনের ছেলে মোঃ সুলতান দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলেন। সে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী।
সূত্র আরও জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার পতনের সময় থেকে তিনি কিছুটা আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি বিএনপির একটি অংশের সাথে যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছিলেন বলেও জানা গেছে।
তবে পুলিশ জানিয়েছে, সুলতানের বিরুদ্ধে মামলা চলমান থাকায় তার গ্রেফতার আইনগতভাবেই যথাযথ ছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুলতানকে গ্রেফতারের পর পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী সুলতানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...