গত রবিবার ৬ মার্চ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ কো-া ব্রাহ্মণগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শ্রী ভক্তবৎসল দাস।
বিকালে আশ্রম প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি হরিদাস ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমীর সদস্য ইয়াদী মাহমুদ। আলোচনা সভায় মন্দির কমিটির কোষাধক্ষ্য শ্রী অবিনাশ রক্ষিতের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অলোক গোস্বামী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ডা. ঋষিকেশ জয় দাস, ডা. পরেশ চন্দ্র মন্ডল ও নারায়ণ চন্দ্র কর্মকার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকার। এসময় প্রার্থনায় অসুস্থ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক রণজিৎ মোদকের সুস্থতা কামনা করা হয়।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শ্রী জীবন সরকার, কার্যকরী সহ-সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ রাজবংশী, সহ-সভাপতি জহরলাল সরদার, সহ-সভাপতি রতন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডা. পরিতোষ দাশ ও প্রচার সম্পাদক অখিল কর্মকার প্রমুখ। বক্তারা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন আদর্শকে সকলের সামনে তুলে ধরেন। এসময় স্বর্গীয় কানাই লাল সরকার, চারুবালা সরকার, পন্ডিত রামদাস আচ্যার্য ও অরুণ দাসের আত্মার শান্তি কামনা করা হয়। এসময় লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কন্ঠশিল্পী রঞ্জন ও তার দল ধর্মীয় গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
আপনার মন্তব্য প্রদান করুন...