সোয়েব মনির নারায়ণগঞ্জের সংস্কৃতি অঙ্গনের একটি পরিচিত নাম। একাধারে নির্মাতা, লেখক, অভিনেতা। তবে অভিনয়কেই সব চেয়ে বেশি প্রাদান্য দিয়ে থাকেন। এ পর্যন্ত প্রায় অনেকগুলো টিভি সিরিয়াল ও সাপ্তাহিক এবং একক নাটকে অভিনয় করেছেন, এখনও করছেন।
এই ঈদেও তার চার থেকে পাঁচটি নাটক দেখানো হয়েছে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে। এই গুণী মানুষটি ইদানিং ফেসবুক লাইভে এসে ঝড় তুলেছেন। তাঁর পরিচালিত একটি পেইজ, ‘সোয়েব মনির ফ্যান ক্লাব’ এই পেইজ থেকে লাইভ দেখানো হয়।
গত ৩ আগস্ট, লাইভের নাম দিয়েছিল ‘গান কথা কবিতা ও আড্ডা।’ গানের পাশাপাশি বিভিন্ন কবিদের কবিতা পাঠ করা হয়। লাইভটি এ পর্যন্ত প্রায় ১৫ হাজারেরও বেশি ভিউ হয়েছে। এমনি করেই এগিয়ে যায় দেশ, সাহিত্য সংস্কৃতি ও ভালোবাসার মানুষগুলা।
ভিডিওটির লিংক- https://www.facebook.com/ShoabMonirOfficial/videos/315972919588841/?t=2
আপনার মন্তব্য প্রদান করুন...