চিন্ময় দাস গ্রেফতার : নগরীতে সতর্ক অবস্থানে বিএনপি-পুলিশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চিন্ময় দাস গ্রেফতার : নগরীতে সতর্ক অবস্থানে বিএনপি-পুলিশ
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আব্দুর রশিদের শুভেচ্ছা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী আরিফের শুভেচ্ছা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ আলমের শুভেচ্ছা নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া

চিন্ময় দাস গ্রেফতার : নগরীতে সতর্ক অবস্থানে বিএনপি-পুলিশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
চিন্ময় দাস গ্রেফতার : নগরীতে সতর্ক অবস্থানে বিএনপি-পুলিশ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদের বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দ। গতকাল রাত থেকে নগরীতে দফায় দফায় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। এদিকে এই বিক্ষোভকে কাজে লাগিয়ে যাতে কেউ নাশকতা-সহিংসতা না ঘটাতে পারে তাই সর্তক অবস্থানে আছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। গতকাল রাতেও সম্মিলিত সনাতনী জাগরণ জোটে ভক্তদের বিক্ষোভ মিছিল চাষাড়ায় অবস্থান নিলে পাশেই নেতাকর্মীদের সাথে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা রাজনীতির মাঠে গণতন্ত্র চর্চায় বিশ্বাসী। প্রতিটি ব্যক্তি তার মনের ভাব এবং মতামত প্রকাশ করবে এটাই আমরা চাই। সবার প্রতিবাদ এবং বক্তব্য শোনার ধৈর্য আমাদের আছে। আমরা আওয়ামী লীগের মতো না, হত্যা অত্যাচারে আমরা বিশ্বাসী না। তারা যে প্রতিবাদ জানিয়েছে আমরা সে প্রতিবাদ শুনছি। আমরাও আশা করবো তারাও তাদের প্রতিবাদ বা বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই করবে। তবে তাদের এই বিক্ষোভকে যাতে আওয়ামী লীগ এবং তার দোসররা অন্যদিকে নিয়ে গিয়ে বিএনপির দোষ দিতে না পারে সে ক্ষেত্রে আমরা চেষ্টা করবো। আমরা শুধু ইসকনের বিষয়টাই নয়, পতিত স্বৈরাচার সরকার বাংলার মানুষের অনেক বড় ক্ষতি করে গেছে। তারা যদি আর কোন ছোবল দিতে না পারে সে ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের হাই কমান্ডের নির্দেশ মতোই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছি। দেশের পরিস্থিতি খারাপ হলে আমরা সব সময় সতর্ক অবস্থানে ছিলাম এবং তার চেয়ে ভবিষ্যতেও থাকবো। সম্প্রতি ইসকন যে দাবি নিয়ে রাজপথ আন্দোলন করছে। তাদের আন্দোলন করুক আমাদের সমস্যা নেই। তবে রাস্তা ব্লক করে বা কোন আন্দোলন ব্যতীত অন্য কোন উদ্দেশ্য যাতে অন্য কেউ পূরণ করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থায় গতকালও ছিলাম এবং আগামীতেও থাকবো। বিএনপির রাজনীতি করতে করতে প্রতিবাদ করতে শিখেছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে সেটা যেই হোক। স্কুল তাদের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, তবে ইসকনের ব্যানারে যদি কোন ছাত্রলীগ যুবলীগ বা স্বৈরাচারের দোসর বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্র আমরা প্রতিহত করব। রাজনীতির মাঠটা কিছুটা ফুটবলের মত। এখানে একটি দল যেমন আক্রমণাত্মক খেলে তেমনি ডিফেন্স নিয়েও খেলে। যখনই দেশের কোন বিশৃঙ্খলা তৈরি করার জন্য কেউবা কোন দল চেষ্টা করবে তখনই আমরা ডিফেন্স মোডে চলে যাব। এখনও আমরা ডিফেন্স মোডে আছি।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, চিন্ময় কৃষ্ণ দাশের আটকের প্রতিবাদে যে সমাবেশ হচ্ছে সেটা শান্তিপূর্ন ভাবেই হবে বলে আমার বিশ্বাস। এ বিক্ষোভ মিছিল নিয়ে আমরা বিশেষ কোন কিছু মোতায়ন করিনি। তবে আমাদের পুলিশ তাদের নজরদারি রাখছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে ঘটেনি, আশা করছি ঘটবেও না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..