নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জের ৫ আসনে ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৬ শিল্পপতি বাবুল বছরে আয়কর দেন মাত্র ১০০ টাকা! ওসিকে থানায় গিয়ে শাসানো হবিগঞ্জের বৈছাআ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

দলীয় সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান।

ওই দিন থেকেই তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পথসভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রস্তুতি সভা, সাংগঠনিক সমন্বয় এবং জনসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এর মধ্যে রূপগঞ্জ উপজেলায় পথসভাটি সবচেয়ে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা দায়িত্ব পালন করবেন।

সোনারগাঁও উপজেলায় পথসভা ঘিরে প্রস্তুতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক সমন্বয় সভা হয়েছে। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে পোস্টার, ব্যানার ও মাইকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। এখানেও পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই প্রস্তুতির মূল লক্ষ্য।

জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এসব সভায় জনসংযোগ কৌশল, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আনবে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করবে। সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে এসব পথসভা অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম থেকে ফেরার পথেও আরও কিছু পথসভা করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্যভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বড় জনসভা আয়োজনের চেষ্টাও চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..