ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, সিলেটসহ দেশের বেশ কিছু জেলায় বন্যার পানিতে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। পানিবন্দী মানুষ ঘর-বাড়ি, সহায় সম্পদ হারিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এই মানুষদের খাবার, ঔষুধসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্যার্ত মানুষের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ শহরে ত্রাণ সংগ্রহ করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছিমা সরদার ছাত্র ফ্রন্টের ত্রাণ তহবিলে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। বিকাশ নং- ০১৭৮১৭৩৬৮৭৯, ০১৯২৩৭১৭৮৬।
আপনার মন্তব্য প্রদান করুন...