বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃস্থানীয় নেতা কাজী আরিফ বিএনপির সকল স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় কাজী আরিফ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনে আমরা স্মরণ করি আমাদের সংগ্রামী পথচলার ইতিহাস, ত্যাগ ও অর্জনকে।”
তিনি বলেন, “১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর এই দূরদর্শী সিদ্ধান্তের ফলেই আজ বিএনপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বে গড়ে ওঠা এই দল অতীতের মতো ভবিষ্যতেও দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক, কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।”
বার্তায় কাজী আরিফ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই সংকটময় সময়ে আমাদের প্রয়োজন আরও ঐক্য, ধৈর্য ও ত্যাগ। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গণসংযোগসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান কাজী আরিফ।
তিনি আশা প্রকাশ করেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল অচিরেই জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে এবং দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার পূনঃপ্রতিষ্ঠিত হবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...