নারায়ণগঞ্জের কাগজ : ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী সহ তার সঙ্গীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টায় শহরের পাইকপাড়া ফুডল্যান্ড বেকারী সংলগ্ন হাবিবের বাড়ীর সামনে।
ছিনতাইয়ের শিকার রওশন আলী মেম্বার ও ব্যবসায়ী আব্দুল আলী জানান, ভোরে ডিক্রিরচর গুদারাঘাট হতে অটোরিকসা যোগে একটি কাজে সদর মডেল থানায় যাওয়ার সময় পাইকপাড়া হাবিবের ফুডল্যান্ড বেকারীর সামনে আসা মাত্র ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘেরাও করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আব্দুল আলী বাঁধা দেয়ায় তার আঙ্গুলে ছুরি দিয়ে আঘাত করলে হাতের আঙ্গুল অনেকটা কেটে যায়।
তারা আরো জানান, প্রতিদিন এইখানে ছিনতাই হয়ে থাকে। কারণ বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের অনেক মানুষ দিগুবাবু বাজারে পাইকারী ও খুচরা সবজির ব্যবসা করে থাকে। তাদেরকে ৪/৫ টার মধ্যে দিগুবাবু বাজারে আসতে হয়। এই সুযোগটি ছিনতাইকারীরা প্রতিদিন নিয়ে থাকে।
এর আগে ইয়ানুস, সালাউদ্দিন, আফজাল ছিনতাইকারীর কবলে পড়ে সবকিছু খোয়াতে হয়েছিল। ব্যবসায়ী সহ পথচারীরা চান এই ছিনতাইকারী চক্রদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ছিনতাইয়ের ঘটনা শুনেছি। ভোরে যেহেতু ছিনতাই হয়। আমি দেখবো এবং কঠোর ভাবে ব্যবস্থা নিব।
আপনার মন্তব্য প্রদান করুন...