নারায়ণগঞ্জের কাগজ : মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আবাহনী-মোহামেডানের প্রীতি ফুটবল ম্যাচ আজ ৩রা ফেব্রুয়ারী সোমবার দুপুর ৩টায় আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আবাহনী-মোহামেডান এর লড়াই মানে অন্য রকম অনুভূতি, অন্যরকম উত্তেজনা ও রোমাঞ্চ।
এবার সেই উত্তেজনার পারদ ছড়িয়ে দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। আর সেই প্রীতি ফুটবল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দর্শকদের মনে সাড়াজাগানো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্রগ্রাম আবাহনী।
ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে। বাড়তি উন্মাদনা ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে সর্বত্র।
আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও ক্লাবের ফুটবল সেক্রেটারি হাজী মোঃ রফিকুল ইসলাম শামীম ফুটবলপ্রেমী দর্শকদের জমজমাট এ খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে এ প্রীতি ম্যাচের সভাপতিত্ব করবেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও নন্দিত শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, বাদল রায়, জনি, রিয়াজ, গাফফার, সাব্বির, নকিব, আরমান আজিজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত থাকবেন, আলীগঞ্জ ক্লাবের সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলাম মেম্বার, কোষাধ্যক্ষ হাজী মোঃ আরিফুল ইসলাম সহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...