নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ঐতিহ্যবাহী আলীগঞ্জ মাঠে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ঝাকঝমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর আড়াইটার দিকে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব ও সাইফ স্পোটিং ক্লাব (জুনিয়র)।
আলীগঞ্জ ক্লাবের সদস্য মিজানুর রহমান জানান, আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব ও সাইফ স্পোটিং ক্লাব জুনিয়র মুখোমুখি হবে প্রস্তুতি ম্যাচে। দুই দলেরই সাবেক তারকা খেলোয়ার ও কর্মকর্তারা সহ আরো গণ্যমান্য ব্যাকিতবর্গ উপস্থিত থাকবেন।
এসময় আরো উপস্থিত থাকবেন, আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও নন্দিত শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ, সিনিয়র সহ-সভাপতি হাজ্বী ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক হাজ্বী আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, সদস্য সাইফুল আযম রাজীব প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...