আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২ মার্চ, ২০২০
আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন

সকল শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি ঘোষনা করতে হবে। শ্রম আইনের ২৩, ২৬, ২৭, ১৭৯, ১৮০ ধারাসহ সকল অগণতান্ত্রিক ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। নিয়োগপত্র, পরিচয়পত্র ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে সকল শিল্প প্রতিষ্ঠানে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। নারীর প্রতি অশোভন আচরণ, হয়রানী ও সহিংসতা বন্ধ করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সমকাজে সমমজুরি নিশ্চিত করতে হবে।

রবিবার (০১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ কমরেড তাজুল স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ’র উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, আজ তাজুলের মত বলিষ্ঠ নেতৃত্ব শ্রমিক আন্দোলনে অত্যন্ত প্রয়োজন। বর্তমান সময়ে শ্রমিকদের অবস্থা খুবই দুর্বিসহ। শাসক ও মালিক শ্রেণী শ্রমিকদের অর্জিত আইনী অধিকার কেড়ে নিচ্ছে। একের পর এক শ্রমিক স্বার্থবিরোধী কালো আইন তৈরী করছে। কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নেই। বাঁচার মতো মজুরী নেই। মিথ্যা মামলা ছাঁটাই, নির্যাতন করেই চলেছে। ট্রেড ইউনিয়ন অধিকার নেই। আন্দোলন হলেই সেখানে বর্বরোচিত আক্রমন ও হামলা হচ্ছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ সহকারি কর্মচারীদের বেতন দ্বিগুন বাড়ানো হয়েছে, শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। বেতন বৃদ্ধির নামে গার্মেন্ট শ্রমিকদের সাথে প্রতারণা করা হয়েছে। সারাদেশে হকার উচ্ছেদের নামে দরিদ্র জনগোষ্ঠীর রুটি-রুজি ও জীবন জীবিকার উপর হামলা করা হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মালিকদের দালাল ও সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে সকল বাম ও প্রগতিশীল শ্রমিক সংগঠন সমূহের ঐক্য একান্ত জরুরী হয়ে পড়েছে। সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রিয় সভাপতি এড. মন্টু ঘোষ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির জেলা নেতা আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক অঞ্জন দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বিপ্লবী শ্রমিক সংহতির জেলা নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..