নারায়ণগঞ্জের কাগজ : চট্রগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের পর অনুশীলন শুরু করলো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব আলীগঞ্জ খেলার মাঠকে প্রাক্টিস ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পর অনুশীলনের প্রথম দিনে ঘামঝরা অনুশীলন করেছে দলটির খেলোয়াড়রা।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা আলীগঞ্জ খেলার মাঠে অনুশীলন শুরু করে। দলটির খেলোয়াড়রা একটানা তিন ঘন্টা অনুশীলন করে।এ সময় বিদেশি কোচ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের বিভিন্ন টিপস দেন সে অনুযায়ী দলের খেলোয়াড়রা এ অনুশীলনে অংশগ্রহণ করে।
প্রথম দিনের অনুশীলনে খেলোয়ারদের পাশাপাশি দলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আলীগঞ্জ ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ রফিকুল ইসলাম শামীম ও সদস্য মোঃ মিজানুর রহমান সহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...