নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকার সনি আক্তার (ছদ্মনাম) অপহরণ মামলার ২নং আসামী মোঃ সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ। সদর মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন পলাতক আসামী সালাউদ্দিনকে আটক করে।
শনিবার ৪ ডিসেম্বর বিকাল ৩টায় গোপন সংবাদের ভিক্তিতে শহরের ২নং রেলগেইট এলাকার সায়েম আহম্মেদের অফিস হতে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাৎ হোসেন পলাতক আসামী সালাউদ্দিনকে আটক করে।
জানা যায়, গত ১ জানুয়ারি সকালে ক্রোকেরচর এলাকার কেরামত আলীর পুত্র আল ইমরান একই এলাকার শাহ আলম মেম্বার (ছদ্মনাম) এর কন্যা সনি আক্তার (ছদ্মনাম) কে অপহরণ করে নিয়ে যায়। সেদিনই সনির চাচাতো নানা আব্দুল আলী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরের দিন সেটি অপহরণ মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।
আল ইমরানকে প্রধান আসামী, ইমরানের ৩ ভাই ও বাবা-মাকেও আসামী করা হয়। সেই মামলার এজাহার ভূক্ত আসামী গিয়াসউদ্দিনকে গত বুধবার আটক করে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়। শনিবার মামলার ২নং আসামী সালাহ উদ্দিনকে আটক করা হয়। রবিবার সালাহউদ্দিনকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...