আসামীকে নিয়ে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শনে র‍্যাব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আসামীকে নিয়ে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শনে র‍্যাব
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

আসামীকে নিয়ে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শনে র‍্যাব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
আসামীকে নিয়ে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শনে র‍্যাব

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় আসামীদের নিয়ে পুনরায় তদন্তে মাঠে নেমেছে র‍্যাব-১১। আজমেরী ওসমানের টর্চার সেল থেকে শুরু করে শীতলক্ষ্যা নদীর পাড়েও করা হয়েছে পরিদর্শন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ তদন্ত অভিযান পরিচালনা করে র‍্যাব।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশার নেতৃত্বে প্রথমেই গ্রেফতারকৃত আসামী শিপনকে নিয়ে র‌্যাব-১১ এর একটি টিম কলেজ রোড অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশেই অবস্থিত একটি ভবনে এই অভিযান পরিচালন করে। পরে শীতলক্ষ্যা পাড়ে যেখান থেকে ত্বকীর লাশ উদ্বার করা হয়েছে সেখানে পরিদর্শনে যান তারা।

অভিযান ও পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সাংবাদিকদের জানান, আজ আমরা এসেছি ত্বকীকে যেখানে কিডন্যাপ করা হয়, যেখানে হত্যা করা হয়, যেখানে লাশ ফেলা হয় এবং লাশ পাওয়া যায় তদন্তের স্বার্থেই প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করছি। ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত করছি। তদন্তের শুরুতে যেই রকম অগ্রগতি ছিলো মাঝখানে তদন্ত কিছুটা স্থবির থাকলেও আমরা এর পুনরায় তদন্তে গতি পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমরা র‌্যাব হেডকোয়াটার্স এর সহায়তা পাচ্ছি। র‌্যাব হেডকোয়াটার্স এর তদন্ত শাখা ও গোয়েন্দা শাখা আমাদের সহায়তা করছে এবং নির্দেশনাও দিচ্ছে।

র‌্যাবের অধিনায়ক পাশা আরও বলেন, আপনারা জানেন আমরা ইতিমধ্যে ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ দারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি। এই জন্যই আমাদের গ্রেফতার সমূহ। তাকে আমরা নিয়ে এসেছি সেও গ্রেফতারকৃত এবং ঘটনার সাথে জড়িত। সে আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছে। কোন ভবনে ঘটনাটি ঘটেছিলো সেটি এখন নেই কিন্তু আগে আমাদের তদন্ত যে টিম ছিলো তারা এখন নেই কিন্তু তারা তদন্তের যে তথ্য দিয়েছে তার সাথে স্থানীয় ও দোকানদার যারা ছিলো তাদের থেকে তথ্য নিয়েছি । আমাদের সাথে যে আছে গ্রেফতারকৃত তার কাছ থেকেও তথ্য মিলিয়ে দেখছি। ঘরের অবস্থান কেমন ছিলো কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিলো স্থানীয়দের সাথে তা আমরা মিল পেয়েছি।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মূল যে হত্যাকারী তার নাম জানা গেছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি জানান,তদন্তের স্বার্থে আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমাদের সাথে আমাদের তদন্তকারী অফিসারও আছে। আশা করছি খুব শীঘ্রই এই ঘটনায় একটি সুষ্ঠ রিপোর্ট আমরা দিতে পারবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..