নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দ্রুতগামী ইজিবাইকের চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম শুভ। সে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের হানিফ মিয়ার ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মাহমুদুল ইসলাম জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ইজিবাইক শিশু শুভকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
আপনার মন্তব্য প্রদান করুন...