নারায়ণগঞ্জের কাগজ : বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বন্দর যুবলীগ নেতা ও সমাজসেবক মোঃ রমজান আলী।
বুধবার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে রমজান আলী জানান, প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি দলের দূর্দিনের কাণ্ডারি। কর্মীবান্ধব ও ক্লিনম্যান খ্যাত বীর মুক্তিযোদ্ধা আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু। বন্দর থানা আওয়ামী লীগ কর্মীদের একমাত্র আশ্রয়স্থল। কর্মীদের দূর্দিনে সে কখনো ঘরে বসে থাকেনা। বয়সের ভারে প্রবীণ হলেও দলের স্বার্থে তিনি তরুণ নেতাদের চেয়ে বেশি ভূমিকা রাখে।
আওয়ামী লীগ ক্ষমতায় তিনবার হলেও কোন অনিয়ম-দুর্নীতি তাকে গ্রাস করতে পারেনি। বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তিনি রীতিমত দৃষ্টান্ত স্থাপন করেছেন। সপ্তাহে ৩ দিন উপজেলা পরিষদে তিনি অফিস করেন। বাংলাদেশ আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী। তার অসুস্থতার খবর শুনে আমরা মর্মাহত। আমি তার দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
উল্লেখ্য যে, এম এ রশিদ প্রায় ১৫ দিন পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তাকে দ্রুত ঢাকা ল্যাবএইড হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার ভর্তি করেন। নিমনিয়া জ্বরে এক সপ্তাহে চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও ১৫ দিন সম্পূর্ন বিশ্রামে থাকার পরামর্শ দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...