তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী ও সাধারন মানুষদের স্বস্তি দিতে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে কাজী ফাউন্ডেশন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে ফতুল্লা গুদারাঘাটের সামনে মোট ৩০০০ পথচারী ও সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়।
এসময় কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী আরমান বলেন, তীব্র গরমে সারাদেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। গরমে পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতার জন্য কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। মানু্ষ মানুষের জন্য। এই মানুষগুলো পরিশ্রম করে বলেই আমরা সুখে শান্তিতে বসবাস করি। আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে উঠে। তাই সেই সকল মানুষকে একটু পানির পিপাসা মিটানোর জন্যই আমরা ঠান্ডা শরবত বিতরণ করা হয়। এটা কোন দান নয়। এটা তাদের প্রতি ভালোবাসা।
এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ হাদিস, সবির হোসেন, দোলন চৌধুরী, মোঃ বাদশা, মোঃ রুবেল হোসেন চৌধুরী, সুমন আহম্মেদ, মোহাম্মদ শাহীন, মোঃ মনির হোসেন, মোঃ কামাল হোসেন, শামীম আব্দুল্লাহ, কাজী আরিফ, কাজী শরীফ ও সাব্বির সহ কাজী ফাউন্ডেশনের সদস্যগণ।
আপনার মন্তব্য প্রদান করুন...