নারায়ণগঞ্জের ফতুল্লায় বেড়েই চলেছে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের উৎপাত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একেরপর এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়ে চলেছে তারা। এদের মধ্যে উল্লেখযোগ্য ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়ি ও খোঁজপাড়া এলাকার একটি গ্রুপ। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে ইভটিজিং, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে এই সংঘবদ্ধ কিশোর গ্যাংটি।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ওই কিশোর গ্যাং। একই সাথে চারটি দোকানে ভাংচুর ও লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১ মার্চ) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শাহ-জাহান রোলিং মিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কিশোর সন্ত্রাসীদের হামলায় অন্তত ৬-৭ জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন, দাপা ইদ্রাকপুর এলাকার মোঃ শফিকুল মিয়ার ছেলে আরিফুল (২০), একই এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মামুন (২৫), ইমন, কাউসার, বিজয়, রাজু ও রাহিম প্রমুখ। এদিকে ওই সংঘর্ষ প্রতিহত করতে গিয়ে ইসলাম নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
ওই হামলার ঘটনায় আহতদের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা হলো, দাপা ইদ্রাকপুর এলাকার হাদী সুমনের ছেলে দূর্জয় (২১), আবু তাহেরের দুই ছেলে মোঃ আল-আমিন (২২) ও মোঃ তারেক (১৯), একই এলাকার মোঃ রাব্বি ওরফে ভাগিনা রাব্বি (২৭), জয়নাল কন্ট্রাক্টরের ছেলে মোঃ মোস্তফা ওরফে চাঁদাবাজ মোস্তফা (২৫), চিহ্নিত মাদক ব্যবসায়ী রওশন আলীর দুই ছেলে পিয়াস (১৮) ও মোঃ জনি (২৫), একই এলাকার শাওন (১৯), পায়েল (২০), মোঃ আকাশ এবং হবু মিয়ার ছেলে সূর্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র, হকিস্টিক, রড ও লাঠি-সোটা নিয়ে শাহ-জাহান রোলিং মিল এলাকায় মহড়া দেয়। এসময় রেললাইনের পার্শ্ববর্তী দোকানপাট থেকে অযৌক্তিক ভাবে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় দোকানপাট ভাংচুর এবং লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে দোকান মালিক মামুন, রাহিম, বিজয় ও দোকানের কর্মচারী আরিফকে সহ আরো বেশ কয়েকজনকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।’
অভিযোগের তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই আশিষ কুমার দাস বলেন, অভিযোগ পেয়েছি এবং ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা সত্য। মারামারি ও দোকান ভাংচুরের আলামত পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।’
আপনার মন্তব্য প্রদান করুন...