নারায়ণগঞ্জে আয়করের নিজস্ব ভবন নেই এটা হতে পারে না : সেলিম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে আয়করের নিজস্ব ভবন নেই এটা হতে পারে না : সেলিম ওসমান
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নারায়ণগঞ্জে আয়করের নিজস্ব ভবন নেই এটা হতে পারে না : সেলিম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
নারায়ণগঞ্জে আয়করের নিজস্ব ভবন নেই এটা হতে পারে না : সেলিম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ : বিকেএমইএর সভাপতি ও জাতীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, কর সেবা করদাতাদের দোড়গোড়ায় পৌছে যাওয়ার যে শুভ সুচনা হয়েছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। নতুন করদাতা হিসেবে অয়ন ওসমান আজ সম্মান পেয়েছে।

আগামীতে আমাদের পরিবর্তে অয়ন ওসমান ও তার বন্ধুরা পাবে এটাই চাই। পুলিশ সব জায়গায় প্রবেশ করতে পারে এমনকি বাসর ঘরেও প্রবেশ করতে পারে তবে পুলিশকে বুঝতে হবে বাসর ঘরে ঢুকা যাবে কিনা। পুলিশ একটা আতংকের নামে পরিণত হয়েছিল। অথচ পুলিশ জনগনের বন্ধু।

মহিলাদের অর্ধেক আয় হয় পকেট কাটা আয়ও হয়। এটার যাকাত দিতে হয়না। আমরা চাই মহিলারাও ট্যাক্স দিক। নারায়ণগঞ্জে ব্যবসা করে অথচ তারা ঢাকায় ট্যাক্স দিচ্ছে। তাদেরকে নারায়ণগঞ্জে আমন্ত্রণ জানালে ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্যাক্সের আওতায় আনা হলে অনেক অয়ন ওসমান সৃস্টি হবে। নারায়ণগঞ্জে নিজস্ব ভবন নেই আয়করের এটা হতে পারে। আমরা ব্যবসায়ীরা সহযোগিতা করবো। আগে করের কর্মকর্তারা বলতেন কর একবার বেশী দিলে পরে কম দিতে পারবেন না। এখন সেটা করেনা।

কর মেলার সফলতা কামনা করে বলেন, করের নিজস্ব ভবন নির্মানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে যাবার আশ্বাস দেন। কর অঞ্চল নারায়ণগঞ্জ ১৮-১৯ অর্থ বছরের শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কর কমিশনার নারায়ণগঞ্জ নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর খান প্রমুখ।

বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ট্যাক্সেস বারের সহ-সভাপতি এড সুলতান উদ্দিন নান্নু, হাজ্বী মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সেলিম ওসমান এমপির সহধর্মিণী নাসরিন ওসমান, শামীম ওসমানের তনয় শ্রেষ্ঠ করদাতা অয়ন ওসমান প্রমুখ।

৪টি ক্যাটাগরীতে ২১ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

১৪ নভেম্বর হতে ১৭ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে ফতুল্লার সস্তাপুর আমন্ত্রণ কনভেনশন সেন্টারে, ১৬-১৯ নভেম্বর মুন্সিগঞ্জ জেলার শিল্পকলা একাডেমী, ১৭-১৮ নভেম্বর রূপগঞ্জ আয়কর অফিসে, ১৯-২০ নভেম্বর সোনারগাঁ উপজেলার আয়কর অফিসে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত আয়কর মেলা চলবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..