নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ থেকে বাড়িতে যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় ছিনতাইয়ের কবলে পড়েছেন পুলিশ সদস্য আবদুস সালাম। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে কর্মরত পুলিশ কনস্টেবল আবদুস সালাম বলেন, গজারিয়ার কালিপুরা যাওয়ার জন্য সোনারগাঁ চৌরাস্তা থেকে প্রাইভেটকারটিতে উঠি। ভিটিকান্দি আসার পরই পিছনের দুইজন প্যাসেঞ্জার আমাকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে আমার কাছে থাকা ২০ হাজার টাকা ও ১৪ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নিয়ে ওখানে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, তার কাছে থাকা সিসিও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গাড়িটি সম্ভবত পুরনো মডেলের প্রাইভেটকার।
আপনার মন্তব্য প্রদান করুন...