নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লা অপসারণকারী দলের চারজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় আট ঘন্টা ময়লা অপসারণ বন্ধ রেখেছেন তাদের সহকর্মীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়লা অপসারণকারী দলের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসে আহতদের চিকিৎসা ও এ ঘটনায় মামলা করা হবে বলে তাদের আশ্বস্ত করে ময়লা অপসারণ করতে বলেন নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন।

সিইও জাকির হোসাইনের আশ্বাসের পর করজারভেন্সি কর্মীরা ৮ ঘন্টা পর বিকেল ৪টা থেকে শুধুমাত্র নারায়ণগঞ্জ অঞ্চলের ময়লা অপসারণ করেছে। পরদিন (১৮ সেপ্টেম্বর) থেকে যথারীতি তারা ময়লা অপসারন করবে।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) ময়লা অপসারণ করতে গেলে আলামিন নগর এলাকায় ময়লা বহনকারী গাড়ির তিন চালক ও এক সহকারীকে মারধর করেন এলাকার কিছু লোকজন। তাদের মারধরে ফিরোজ নামে এক চালক গুরুতর আহত হন। আহত অন্যরা হলেন জহির, সাকিব ও ট্রাকের সহকারী একজন।

ময়লার গাড়ি চালকরা জানান, সোমবার সকাল ১১টায় ময়লা নিয়ে যাওয়ার সময় শহীদনগর মসজিদের সামনে ৫০/৬০ জন লোক ট্রাক থামায়। গাড়ি চালক জসিম ও তার হেলপারকে টেনে হিঁচড়ে নামিয়ে রড ও চাপাতি দিয়ে মারধর করে। তাদেরকে রক্ষা করতে এগিয়ে এলে নাসিক এর আরো দু’জন অপারেটের জহির ও সাকিব আহত হয়। ভিক্টোরিয়া হাসপাতালে গুরুতর আহত গাড়ি চালক জসিমকে নিয়ে গেলে তাকে আধাঘন্টা ফ্লোরে শুইয়ে রাখা হয়। এ সময় নাসিক থেকে একজন কর্মকর্তাও হাসপাতালে যোগাযোগ করেনি। অতীতেও কনজারভেন্সি কর্মীদের উপর হামলা হয়েছে। সে সবের প্রতিকার হয়নি।

পরবর্তীতে পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত নিজামউদ্দিন হাসপাতালে জসিমের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এম্বুলেন্স না নিয়ে অটোরিক্সাতে করে আহত জসিমকে বন্দর থানা এলাকায় তার বাড়িতে পাঠিয়ে দেন। অটোতে করে বাড়িতে নেয়ায় আহত জসিমের অবস্থা আরো খারাপ হয়েছে। বর্তমানে তাকে একটি আধুনিক হাসপাতালে (প্রো এক্টিভ হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন জানান, আলামিন নগর এলাকায় ময়লা ফেলতে গেলে আমাদের তিন চারজনকে মারধর করেছে কিছু লোক। একজনের অবস্থা খারাপ। তারা আতঙ্কিত ছিল, আমি তাদের সঙ্গে কথা বলে কাজে ফেরাচ্ছি।

ময়লা অপসারণ বন্ধ তো রাখা যাবে না, একটা বিকল্প ব্যবস্থা করছি ময়লা অপসারণ করার। আজ থেকেই ময়লা অপসারণ হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলায় যারা জড়িত ছবি দেখে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..