সামাজিক সংগঠন ‘ক্যান্টিন’-এর উদ্যোগে প্রয়াত গোলাম সারোয়ারের স্মরণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ২০ জানুয়ারি কুতুবপুর ইউনিয়ন এর চিতাশাল কুসুমবাগ এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া (সাজনু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল হক সিকদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। সার্বিক আয়োজনে ছিলেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা ও বন্ধুমহল।
আপনার মন্তব্য প্রদান করুন...