ফতুল্লার কোতালেরবাগ এলাকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দায়ের করা হত্যা চেষ্টার মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এলাকার একদল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় বাদী ফেরদৌস ওয়াহিদ জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ফেরদৌস ওয়াহিদ জানান, গত বছরের ২৬ অক্টোবর কোতালের বাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য রিফাত, রাজিব ও শাওনসহ আরো অজ্ঞাত কয়েকজন আমার ছোট ভাই ছাহিলকে (২০) হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে সন্ত্রাসীরা জামিনে নিয়ে এসে আমি ও আমার পরিবারকে ধারাবাহিক ভাবে মামলা প্রত্যাহারের দাবিতে হুমকি দিয়ে আসছে। গত ৩০ জুন বিকালে সন্ত্রাসীরা আমার বাড়িতে এসে আমাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে, রাস্তায় চলাফেরা করার সময় বিভিন্ন ভাবে অংভংগী করে গালাগালি করে এবং তারপরের দিন বাড়িতে এসে বলে আমি মামলা প্রত্যাহার না করলে আমাকে হত্যার হুমকি দিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার রিফাত হোসেন, রাজিব, শাওন, সাব্বির এলাকার কিশোরগ্যাং হিসেবে পরিচিত। বিভিন্ন সময় এলাকায় অলি-গলি, অন্ধকারে দল বেধে আতংক ছড়িয়ে থাকে। এই কিশোর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে স্থানীয়রা যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...