বৈষম্য বিরোধী আন্দোলনে ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার নিহত ফয়সালের বাবা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবুসহ ১৭৭ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে মিছিল করার সময় ফয়সাল মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা। এক পর্যায়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল থেকে নিহতের লাশ শনাক্ত করে নিয়ে আসে।
আপনার মন্তব্য প্রদান করুন...