ফতুল্লায় হত্যাসহ ৯৮ মামলা রুজু, ১৩ লাখ টাকার মাদক উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় হত্যাসহ ৯৮ মামলা রুজু, ১৩ লাখ টাকার মাদক উদ্ধার
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

ফতুল্লায় হত্যাসহ ৯৮ মামলা রুজু, ১৩ লাখ টাকার মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
ফতুল্লায় হত্যাসহ ৯৮ মামলা রুজু, ১৩ লাখ টাকার মাদক উদ্ধার

ফতুল্লা মডেল থানার মাসিক অপরাধ হালচিত্রে গত জানুয়ারী মাসের ২৯দিনে বিভিন্ন অপরাধে তিনটি ধর্ষনসহ মোট মামলা রুজু হয়েছে ৮৪টি। এর মধ্যে মাদক জনিত মামলা রুজু হয়েছে ৪৩টি। এই মাসে ফতুল্লা মডেল থানা পুলিশ ১২ লাখ ৯৫ হাজার ৩শ টাকার বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ। গত ফেব্রুয়ারী মাসে অপমৃত্যু মামলা রুজু হয়েছে ৬টি। ফতুল্লা মডেল থানার সার্বিক বিষয় আইন শৃঙ্খলা স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে এমনটাই দাবী থানা পুলিশের ও এলাকাবাসীর।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাদাত হোসেন ও ষ্টেটম্যান অফিসার এ,এস,আই মাহমুদুল ইসলাম জানান, ফতুল্লা মডেল থানায় গত ফেব্রুয়ারী মাসের ২৯ দিনে মোট ৮৪ টি মামলা রুজু হয়েছে। মামলাগুলো হলো, ধর্ষন ৩টি, নারী নির্যাতন ও যৌতুকসহ ৩ টি, চুরি মামলা ২টি, মারামারি (আদার সেকশন) মামলা ২৩টি, মাদকদ্রব্য মামলা ৪৩টি। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ৯টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩টি এবং র‌্যাব-১১ এর ২টি। শুধু ফতুল্লা থানা পুলিশ কর্তৃক উদ্ধার জনিত মাদকদ্রব্য হলো, ৬৫১ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন ৯৬.৪ গ্রাম ,গাঁজা ১ কেজি ৩শ ২৫ গ্রাম গাঁজা, ফেন্সিডিল ৫০ বোতল, চোলাই মদ ৪০ লিটার, এবং বিয়ার ৪৮ ক্যান।

গত মাসে ১২ লাখ ৯৫ হাজার ৩শ টাকার বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ। ফতুল্লা থানা পুলিশ আরো জানান, গত ফেব্রুয়ারী মাসে থানা পুলিশ জি.আর ওয়ারেন্ট তামিল ৬৮টি এবং সি.আর তামিল করেছে ৪৫টি। আদলাত কর্তৃক সাজা দেয়া ওয়ারেন্ট তামিল ২২ টি।

ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, তার থানার অফিসারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আগের তুলনায় অফিসারের সংখ্যা অনেক কম। তারপরও তার থানাধীন এলাকায় মাদক ও ক্রাইম নিয়ন্ত্রণে আছে।

এলাকাবাসী ও ব্যবসায়ী মহল জানান, আসলাম হোসেন যোগদানের পর থেকেই থানার আইন শৃঙ্খলা অন্যান্য থানার চেয়ে অনেক উন্নতি। তিনি মাদক রোধ ও বিভিন্ন অপরাধ কমাতে ফতুল্লার বিভিন্ন পাড়া মহল্লায় এলাকার গন্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের নিয়ে উঠান বৈঠান করে আসছেন । এছাড়া সামাজিক বিভিন্ন সংগঠনেও তিনি পুরস্কার পেয়ে আসছেন। সুতরাং তিনি ফতুল্লা থানার অভিভাবক হিসেবে যথেষ্ট সচেতন ও কর্মঠ আছেন বলে জানান সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..