এক সময়ের মাঠ কাপানো ফুটবলার এস এম সালাহ উদ্দিন মন্ডল আর নেই। রোববার ভোর চারটায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরের মন্ডলবাড়ি এলাকার নিজ বাড়িতে হার্ট এ্যাটাকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যুর সময় তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো উনষাট বছর।
বাংলাদেশ পাট আড়ৎদার সমিতির সভাপতি ও সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা ফয়েজ উদ্দিন লাভলু জানান, বাংলাদেশ ফুটবলের সোনালী সময়ে সালাহ উদ্দিন জাতীয় দলের ফুটবল খেলোয়ার ছিলেন। বিভিন্ন সময়ে তিনি মোহামেডান, ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ফুটবল ক্লাবের হয়ে লীগে অংশ নেন। ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাপ্টেন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি। মৃত্যুর সময় তিনি সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ থানা যুবলীগের সভাপতি ছিলেন।
রোববার জোহরের নামাজের পরে তার বাড়ির পাশের তাজেক প্রধান হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। কৃতি এ ফুটবলারকে শ্রদ্ধা জানাতে তার জানাজায় ছিলো মানুষের ঢল। ফুটবলার, ক্রীড়ামোদি, রাজনৈতিক নেতাসহ অনেকেই ছিলেন তার জানাজায়। তার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থাসহ বেশ কয়েকটি সংগঠন শোক জানিয়েছে। জানাজা শেষে তাকে সৈয়দপুর কবরস্থানে দাফন করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...