রাশেদুল ইসলাম রনি : জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ-২০১৯ বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার ৪৮টি স্কুল, মাদরাসা শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর উপজেলা অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আলহাজ্ব আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রেখেছেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, শিক্ষকদের মাঝে বক্তব্য রেখেছেন বকশীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির নূর মোহাম্মদ। শিক্ষার্থীর মাঝে বক্তব্য রেখেছেন সুমাইয়া আক্তার, আবু রায়হান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাছান শাহিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী, উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায়, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুল আমিন ফুরকান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন।
আপনার মন্তব্য প্রদান করুন...