বক্তাবলীতে আকিল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার চেষ্টায় আলোচনার ঝড়!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীতে আকিল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার চেষ্টায় আলোচনার ঝড়!
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

বক্তাবলীতে আকিল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার চেষ্টায় আলোচনার ঝড়!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
বক্তাবলীতে আকিল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার চেষ্টায় আলোচনার ঝড়!

বক্তাবলী ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একাধিক হত্যা মামলার আসামী আকিল উদ্দিন মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বসানোর বিতর্কিত উদ্যোগ ঘিরে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান শওকত আলীর নির্দেশনা বা ‘প্রেসক্রিপশনে’ এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে এসেছেন বিএনপি নেতা মিলন মেহেদী।

শনিবার (১১ মে) রাত ৮টা ৩০ মিনিটে বক্তাবলীর ২নং ওয়ার্ডের মধ্যনগরে মিলন মেহেদীর নিজ বাসভবনে এই উদ্দেশ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আকিল উদ্দিন মেম্বারকে জোরপূর্বক ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে নিশ্চিত করেছেন একাধিক স্থানীয় সূত্র।

জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা কামাল হোসেন, সালাউদ্দিন মাল, নিজাম মাল, আবুল কালাম মাল, ইকবাল মেহেদী, জামান মাল, ইদ্রিস আলী, বাছেত, আনিছ মাল, সালাউদ্দিন বাদল, ছাত্রদল নেতা তানভীর এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফজল হক মেম্বার, আয়নাল হক, শরীফ হোসেন ও সোহেল মিজি।

বিশ্বস্ত সূত্র মতে, মিলন মেহেদী বৈঠকে বলেন, “আকিল উদ্দিন আমাদের মালবাড়ির ভাগিনা। তাকে চেয়ারম্যান বানাতে হবে যেকোনো মূল্যে। এটা আমাদের ওয়ার্ডের সম্মান-অপমানের প্রশ্ন।”

উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে বলেন, “আমরা মিলন মেহেদীর চেয়ারম্যানী রক্ষা করতে পারিনি, কিন্তু আকিলের চেয়ারম্যানী যেভাবেই হোক আদায় করে আনবো।”

এর আগে, একই দিন সকালে মধ্যনগরের একটি মসজিদে মাইকিংয়ের মাধ্যমে বৈঠকে অংশগ্রহণের জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়। এর মাধ্যমে বিষয়টি স্থানীয় পর্যায়ে আরও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে, ইউনিয়নের সাধারণ মানুষ এমন উদ্যোগকে দুঃখজনক ও বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, একজন হত্যা মামলার আসামীকে নেতৃত্বের আসনে বসানোর অপচেষ্টা জনগণের নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য হুমকি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..