ফতুল্লার বক্তাবলীর বুড়িগঙ্গা নদী হতে গ্রাবের মাধ্যমে নদী হতে মাটি কেটে নিচ্ছে মেসি ও দীল মোহাম্মদ গং।
এতে করে যে কোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে আশেপাশের বাড়ি ঘর। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় দেলোয়ার হোসেন মেসি, দিল মোহাম্মদ, মোতালেব খা নদী হতে মাটি কেটে নিয়ে ইটভাটা গুলোতে বিক্রি করতো।
গত (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে মেসি, দীল মোহাম্মদ, মোতালেব খাঁ রাতারাতি ভুল পাল্টে বিএনপির কর্মী বনে যায়। এদেরকে শেল্টার দিচ্ছে বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র কতিপয় নেতা কর্মীরা। মেসি, দিল মোহাম্মদ,মোতালেব কে দিয়ে এরাই মূলত মাটি কাটিয়ে নিচ্ছে বলে জানান এলাকাবাসী।
একটি সূত্র হতে জানা যায়,দেলোয়ার হোসেন মেসি, দিল মোহাম্মদ, মোতালেব খান এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে নিরীহ লোকদের বাড়ি করে ভাংচুর, লুটপাট চালিয়ে ছিল। এখন তারা এলাকায় প্রচার করছে নিজের ও পরিবারকে রক্ষার্থে শওকত আলী চেয়ারম্যানের নির্দেশে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন কিন্তু মূলত তারা আজীবন বিএনপি করে আসছেন।
এ ব্যাপারে নদী হতে গ্রাব দিয়ে মাটি উত্তোলন বন্ধ, আইনগত ব্যবস্থা গ্রহন করতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...