‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকাবাসীর উদ্যোগে মাদক, জুয়াড়ি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বাদ আছর পূর্ব গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজ কল্যাণ সংঘের আয়োজনে মানববন্ধন ও অভিযান অনুষ্ঠিত হয়।
পূর্ব গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজ কল্যাণ সংঘের সভাপতি দ্বীন ইসলাম বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।
মানববন্ধনে পূর্ব গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজ কল্যাণ সংঘের প্রচার সম্পাদক রবিন বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুফতি ওজায়ের আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ফকির চান বেপারী, হাজী জাকির বেপারী, মনির হোসেন মেম্বার, বাসেক সেখ, কাশেম আহম্মেদ, মোঃ মহসিন বেপারী ও নুর আলম আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পূর্ব গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, নিজাম আহমেদ, ফয়সাল বেপারী, সুজন বেপারী, বাদল শেখ, জাহাঙ্গীর আলম, শাকিল আহমেদ, নাসির, বাইজিদ, মোজাম্মেল, সানি, সিয়াম, ইমন, মুস্তাকিম ও শামীমসহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসী মাদক ও জুয়াড়ির মতো সামাজিক ধ্বংসাত্মক কুশল থেকে মুক্তির অঙ্গীকার ব্যক্ত করে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে। মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে সকলের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এসময় জুয়াড়ি ও মাদকব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য প্রদান করুন...