নারায়ণগঞ্জের কাগজ : বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় গরীব মানুষদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকালে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কেউ গৃহহারা থাকবে না। পিতার দেখানো পথ অনুসরণ করে শেখ হাসিনা এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার অসহায় মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে দিচ্ছে। তিনি বলেন, গ্রাম হবে শহর। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ গ্যাস পৌঁছে দিয়েছি। রূপগঞ্জে কোন অসহায় মানুষ থাকবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...