নারায়ণগঞ্জের কাগজ : বন্দরে সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার শুক্লা সরকারকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তাকে এ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় এমএ রশিদ ছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান, বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা।
বন্দর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, বন্দর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী এরসাল হক, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হাই, সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ বাবু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইয়ানুর মিয়া, কুতুবউদ্দিন, মাজহারুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল রবি, আবু নাছের, কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রহমতউল্লাহ, আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম মুন্সি,জুলহাস সরকার, জারজিস, আনিসুজ্জামান, রাজু আহমেদ, মফিজুল ইসলাম, মোঃ মোশাররফ, সাইফুদ্দিন, যুবলীগ নেতা আবু তালেব প্রমূখ।
এর আগে দীর্ঘদিন অসুস্থতায় আক্রান্ত এমএ রশিদ আংশিক সুস্থ হয়ে উপজেলার মাসিক সভায় যোগদানের খবরে থানার কলাগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার নেতা কর্মীরা উপজেলা চত্ত্বরে এসে তাকে স্বাগত জানায়।
পরিশেষে উপজেলা পরিষদে এম এ রশিদ, ইউএনও ও বন্দরবাসী মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...