বন্দর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের সাহাবউদ্দিন মেম্বারের বিরুদ্ধে প্রতিবেশী সালমান গংদের সাড়ে ৪ শতাংশ জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১৩ জুন দুপুরে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী সালমান মিয়া জানান, ২০১০ সালে বন্দর উপজেলার বন্দর গনপাড়া মৌঁজায় আমিরুল নেছা ও আছিয়া গংদের ওয়ারিশদের কাছ থেকে সাহাবউদ্দিন মেম্বার সাড়ে ৪ শতাংশা জায়গা ক্রয় করে দেয়। ক্রয়কৃত জায়গার পাশে সাহাবুদ্দিন মিয়ার জায়গাও রয়েছে। এর পর থেকেই স্থানীয় মেম্বার সাহাবউদ্দিন মেম্বার, তার ভাই ও ভাতিজারা ক্রয়কৃত জায়গাটি জোরপূর্বক দখল করার চেষ্ঠা চালিয়ে আসছে। এবং নানা ভাবে আমাদের উপর জুলুম, নির্যাতন করে আসছে। আমরা বন্দর ইউপি পরিষদের চেয়ারম্যান এহসান মিয়ার কাছে কয়েকবার গিয়েও প্রতিকার পাইনি।
ভূক্তভোগী সালমান আরও জানান, শনিবার আমাদের বাড়িতে আমি এবং আমার স্ত্রী ছাড়া আর কেউ ছিলনা। আমাদের একা পেয়ে সাহাবউদ্দিন মেম্বারের উপস্থিতিতে ধারালো অস্ত্র নিয়ে আমার ঘরের পিছনের জায়গা থেকে গাছ ও মাটি কেটে খালে ফেলে দেয়। এবং আমাদের হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসলে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে রাখে। এখন আমরা জায়গা কিনেও মেম্বারের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভূগছি।
জায়গা দখলের বিষয় বন্দর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড মেম্বার সাহাবউদ্দিন জানান, আমরা ৪৭ বছর আগে কিছমত আলীর কাছ থেকে আমার বাবা এ জায়গা ক্রয় করে। আমার বিরুদ্ধে এসব অভিযোগ সব কিছুই মিথ্যো।
আপনার মন্তব্য প্রদান করুন...