নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ জেলার বন্দরে হোন্ডার ধাক্কায় ১ম শ্রেণীর ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি সকাল ১১টার দিকে আমিন আবাসিক এলাকায় ঘটেছে।
আহত মুনতাহ (সাড়ে ৫) আমিন আবাসিক এলাকার মোরশেদ মিয়ার মেয়ে ও স্থানীয় ক্যামব্রিয়ান স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। অনটেষ্ট হোন্ডারোহী সোনাকান্দা কড়ুইতলা এলাকার লুৎফর মিয়ার ছেলে রাজিব। হোন্ডাটি এ রির্পোট লেখা পর্যন্ত বন্দর পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মোঃ বিরাজ মিয়া জানান।
স্কুল ছুটি হলে দৌড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত মুনতাহ’রকে প্রথমে ছায়ানূর ক্লিনিকে পরে ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
আপনার মন্তব্য প্রদান করুন...