নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোসা. আসমা বেগম (২৯) ও মুন্না (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের রাফি ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পাচঁ কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হলো- বন্দর থানার কাচপুর ওমর আলী স্কুল সংলগ্ন জালালের বাড়ীর ভাড়াটিয়া আজিজ হাওলাদারের মেয়ে আসমা বেগম ও কৃষনাথের পুত্র মুন্না।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ দিপু, সহকারী উপ- পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের রাফি ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ আসমা ও মুন্নাকে গ্রেফতার করে।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...