ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু ও বহু শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশিদ।
এক শোকবার্তায় তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের জাতির ভবিষ্যৎ- শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা চরম বেদনার। যে কষ্ট এই পরিবারগুলো আজ বহন করছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “শোকাহত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। মহান আল্লাহ তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ধরণের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সে আহ্বান জানাচ্ছি।”
আব্দুর রশিদ এই সময় বক্তাবলী ইউনিয়নের সকল নাগরিকদের পক্ষ থেকেও শোক প্রকাশ করেন এবং বলেন, “এই শোক শুধু একটি এলাকার নয়- এটি গোটা জাতির।”
আপনার মন্তব্য প্রদান করুন...