বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন হাজীপুর তা’লিমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানায় নির্মানাধীন কাজে ব্যবহৃত লোহার রড চুরি করতে গিয়ে হুমায়ুন (৩০) নামে এক চিহিৃত চোর বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়েছে। এ ঘটনায় তার মুখমন্ডল ছাড়া পুরো শরীরসহ অন্ডকোষ ঝলসে গেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রত ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেন।
গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই মাদ্রাসার ছাদে উঠে লোহার রড চুরি করার সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হাজীপুর তা’লিমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ বন্দর থানায় একটি অভিযোগ করবে বলে জানিয়েছে।
জানা গেছে, বন্দর ইউনিয়ন হাজীপুর তা’লিমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের উন্নয়ন কাজ চলছিল। গতকাল গভীর রাতে হুমায়ুনসহ অজ্ঞাত চোরেরা অত্র প্রতিষ্ঠানের ছাদে উঠে নির্মানাধীণ বিল্ডিংয়ে থাকা লোহার লম্বা রড চুরি করে নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুটির উপর বিদ্যুতের হাই বোল্টেজের তারের সাথে রড পেচিয়ে সে মারাত্বকভাবে অগ্নিদগ্ধ হয়। বিকট শব্দে বাকি চোরেরা আহত হুমায়ুনকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হুমায়ুনকে দ্রুত ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারজা খান সাঈদ বলেন, হাজীপুর তা’লিমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীরা পাঠ দান করেন। প্রায়ই এই মাদ্রাসায় চুরির ঘটনা ঘটে। গতকাল রাতে মাদ্রাসায় চুরি করতে গিয়ে এক চোর অগ্নিদগ্ধ হওয়ার সংবাদ শুনে মাদ্রাসায় যাই এবং সরকারী দ্রæত সেবা ৯৯৯ এ ফোন দেই। তবে এখনও কোন পুলিশ ঘটনাস্থলে আসে নাই।
আপনার মন্তব্য প্রদান করুন...