নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জে জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি ও আদালত পাড়ায় বিবাহ রেজিস্টারের ভুয়া কাজীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার আদালত পাড়ার ভেতরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেন- জাল স্ট্যাম্প বিক্রেতা ইসমাইল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৫০) ও চঞ্চল হোসেন (২৮), বিবাহ রেজিস্টারের ভুয়া কাজী কবির হোসেন (৩৮)।
র্যাব ১১-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ জসিম উদ্দীন সাংবাদিকদের জানায়, প্রায় ২ বছর যাবত নারায়ণগঞ্জে আদালত পাড়ায় জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করে আসছে একটি চক্র। এ কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে। মূলত জাল স্ট্যাম্পগুলো আদালতে ওকালত নামার কাজে ব্যবহার করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে আদালত পাড়ায় অভিযান চালিয়ে, ৫টি দোকান থেকে বেশ কিছু জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় এগুলো বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে আদালতে নিবন্ধনের মাধ্যমে যে বিয়ে হয় সেই বিয়ে সম্পন্ন করার ভুয়া কাজীকেও একই সময় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি চক্রের সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আপনার মন্তব্য প্রদান করুন...