নারায়ণগঞ্জের কাগজ : চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনের সামনে বিআরটিসির কাউন্টার বসানো হয়েছে। এতে করে যানজট প্রকট আকার ধারন করবে বলে জানান সচেতন মহল।
সরেজমিন গিয়ে দেখা যায়, শহীদ মিনারের উত্তর পার্শ্বে প্রধান সড়ক ঘেষে চেয়ার টেবিল বিছিয়ে বিআরটিসি পরিবহনের কাউন্টার বসানো হয়েছে। বাস থামিয়ে যাত্রী উঠানামা করায় পিছনে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
অথচ শহীদ মিনারের পশ্চিম পার্শ্বের চায়ের দোকান গুলো উঠিয়ে পুলিশ-হকারের মধ্যে লুকোচুরি খেলা চলে। অথচ সরকারী প্রতিষ্ঠান হওয়ায় দখল মুক্ত করতে প্রশাসনের কোন নজর নেই। শুধু বিআরটিসি নয় মৌমিতা ও অনাবিল পরিবহন উক্ত স্থানে বাস থামিয়ে উঠানামা করে থাকে।এতেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
পথচারী সহ সাধারণ মানুষের দাবী শহীদ মিনারের পশ্চিম পার্শ্বের রাস্তায় যেন কোন বাস না থামানো হয় সেদিকে দৃষ্টি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...