শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনের অংশের নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, দুপুরে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার কোনো পরিচয় জানা যায়নি।
পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতে এরই মাঝে ওই ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আপনার মন্তব্য প্রদান করুন...