নারায়ণগঞ্জের কাগজ : শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে মার্কেট সহ ফুটপাত গুলোতে। কয়েকদিনের তীব্র শীতে শিশু, কিশোর, যুবক সহ সকল বয়সের নারী-পুরুষ কাবু হয়ে পড়ে। প্রয়োজন হয়ে পড়ে গরম কাপড়ের।
উচ্চবিত্তরা মার্কেটগুলোতে ভীড় জমালেও মধ্য ও নিম্নবিত্তের মানুষ ফুটপাতে নির্ভরশীল হয়ে পড়ে। সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছে পরিবারের সদস্যদের জন্য।
সরেজমিনে ফুটপাত ও মার্কেট গুলো ঘুরে দেখা যায়, ১শ’ টাকা হতে শুরু করে ১২শ’ টাকা দামের বিভিন্ন প্রকার গরম কাপড় পাওয়া যাচ্ছে। মাসদাইর থেকে এসেছেন আরাফাত। ৮শ’ টাকা দিয়ে জ্যাকেট কিনেছেন। মার্কেটে এটার দাম ১২০০ হতে ১৫০০ টাকা। এই দামে কিনতে পেরে খুশি। বন্দরের সাবদী হতে এসেছেন রহিমা বেগম। পরিবারের ৫ সদস্যের জন্য ফুটপাত হতে গরম কাপড় কিনেছেন সাধ্যের মধ্যে।
মার্কেটগুলোতে ফুটপাতের তুলনায় দাম বেশী।অনেকে মার্কেট গুলো ঘুরে ফুটপাত হতে কিনে নিচ্ছেন একটু দাম কম হওয়ায়। তারপর ও নামীদামী মার্কেট গুলোতেও বিক্রি ভাল হওয়ায় ব্যবসায়ীরা খুশি।
ফুটপাতে পুলিশের আতংকে থাকতে হচ্ছে হকারদের। পুলিশ আসার সংবাদে সবগুটিয়ে পালিয়ে যেতে হয়। ক্রেতারা দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করেন।এ সময় বিক্রি বন্ধ রাখায় ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এবারের শীতে ব্যপক বিক্রিতে খুশি হকাররা। তবে পুলিশের দৌড়ানি না হলে বিক্রি আরো বেশী হতো বলে জানান হকাররা।
আপনার মন্তব্য প্রদান করুন...