আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পঞ্চবটি শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় র্যালিটি জামতলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রায় ৫ শতাধিক শ্রমিকের অংশগ্রহণে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মুরাদ হাসান এবং সাধারণ সম্পাদক সারজিল আহম্মেদ অভি। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রমিকরা বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্লোগান তুলে ধরেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত যৌথ বক্তব্যে মুরাদ হাসান ও সারজিল আহম্মেদ অভি বলেন, “শ্রমজীবী মানুষের ওপর চলমান নির্যাতন ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে পরিবহন সেক্টরে চলমান চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল ধরনের হয়রানিমূলক নির্যাতন রোধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে যথাযথ সম্মান জানাতে হবে। আর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত হওয়া ও ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।”
তারা আরও বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই সকলে মিলে শ্রমিকবান্ধব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...