এজেএম আহছানুজ্জামান ফিরোজ : উৎসব মুখর ও শাস্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অধীনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৫৭ ভোট পেয়ে নুর মোহাম্মদ বদরুজ্জামান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে ৫৩ ভোট পেয়ে জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ আবু হারিছ, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য পদে নুরুজ্জামান দুলাল, জাহের আলী, মোশারফ হোসেন ও রোকুনুজ্জামান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাব-রেজিষ্টার আব্দুর রহমান ভূঁইয়া। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ প্রমূখ। দলিল লেখক সমিতির আহবায়ক আবু তালেব ও যুগ্ম আহবায়ক মজিবর রহমান নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...