সদর থানা আ'লীগের কাউন্সিল ঘিরে উৎসাহের আমেজ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সদর থানা আ'লীগের কাউন্সিল ঘিরে উৎসাহের আমেজ
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সদর থানা আ’লীগের কাউন্সিল ঘিরে উৎসাহের আমেজ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
সদর থানা আ'লীগের কাউন্সিল ঘিরে উৎসাহের আমেজ

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। কমিটি গঠন নিয়ে থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা দফায় দফায় বৈঠক ও যোগাযোগ অব্যাহত রেখেছে। সদর থানা আওয়ামী লীগের সভাপতি পদে ৪ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী রয়েছেন।

এরা হলেন- গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জসিমউদদীন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম। তবে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা বাড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মী সুত্রে জানা যায়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক পদ পেতে প্রার্থীরা ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের নামে নিজেদের পক্ষে দোয়া ও আর্শীবাদ চাচ্ছেন। কৌশলে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রার্থীদের মধ্যে সবচেয়ে বয়স কম ইব্রাহীম মোল্লার। মাঠ পর্যায়ের দক্ষ ও ত্যাগী নেতা হিসেবে সবার কাছে গ্রহণ যোগ্যতা রয়েছে। সভাপতি পদে আলহাজ্ব মোঃ মজিবর রহমান শিকদার, বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ বয়সের ভারে নুয়ে পড়লেও দলের জন্য নিবেদিত। অপর প্রার্থী আলহাজ্ব জসিমউদ্দিন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনিও চাচ্ছেন যে কোন বিনিময়ে সভাপতি হতে।

বর্তমান সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন দলের জন্য সব সময় কঠোর পরিশ্রম করে আসছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সবসময় কর্মসূচি পালন করে থাকেন।অর্থের দিক দিয়ে দূর্বল হলেও মনোবল রয়েছে অটুট।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সরকার পরিশ্রমী, আলীরটেক বিএনপি ঘাটি বলে পরিচিত হলেও সেখানে নিজ দক্ষতায় আওয়ামী লীগ কে প্রতিষ্ঠিত করেছেন। ভোটারও বেড়েছে অনেক। গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে নেতাকর্মীদের অভিযোগ রয়েছে নতুন কর্মী সৃষ্টি করতে না পারার। সাংগঠনিক দক্ষতা রয়েছে তার, ভাল বক্তা হিসেবে সুনাম রয়েছে।

সবদিক বিবেচনা নিচ্ছে সাধারণ নেতাকর্মীরা ও কাউন্সিলগণ। তাদের দাবী কোন পকেট কমিটি নয় কাউন্সিলের মাধ্যমে আমরা সদর থানা আওয়ামী লীগের নতুন নেতা নির্বাচিত করবো। কোন ধরনের পকেট কমিটি গঠন করা হলে মেনে নিবনা।প্রয়োজনে ব্যাপক আন্দোলন করতে বাধ্য হবো। বিগত সময় গুলোতে পকেট কমিটি দেয়ার সাধারণ নেতাকর্মীরা অবমূল্যায়িত রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..