নিজস্ব সংবাদদাতা : পেশাদার সাংবাদিকের ওপর একের পর এক মামলা-হামলার ঘটনায় উদ্বিগ্ন নারায়ণগঞ্জের সাধারন মানুষ। এতে করে জনমনে প্রশ্ন উঠেছে কি হচ্ছে নারায়ণগঞ্জে।
তথ্য সূত্রে জানা গেছে, কয়েক মাস পূর্বে আমার সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন সম্পাদিত দৈনিক ভোরের সমাচার প্রতিদিন ও নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম অনলাইনে ‘সিদ্ধিরগঞ্জে মতির শেল্টারে সোর্স আশরাফের চোরাই তেলের ব্যবসা বেপরোয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ কারনে তেল চোরাকারবারী, চাঁদাবাজ ও এক সময়ের পুলিশের সোর্স আশরাফ উদ্দিন ঢাকা কোর্টে একটি ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে। মামলাটি রামপুরা পিবিআইতে তদন্তাধীন রয়েছে। ওই মিথ্যা মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেছে। এর আগে নারায়ণগঞ্জে কর্মরত ১৬ সাংবাদিককে আসামী করে মামলা দায়ের করে একটি সুবিধাবাদী চক্র।
অপরদিকে গত ২১ জানুয়ারী ধর্ষন মামলার আসামী কাশীপুর যুবলীগ নেতা শ্যামলকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। ওই আসামীর ছবি তুলতে গেলে শ্যামলের সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হতে হয় দৈনিক ভোরের সমাচারের রিপোর্টার ও ফতুল্লা রিপোর্টার ক্লাবের দপ্তর সম্পাদক রাকিব চৌধুরী শিশিরসহ বেশ কজন সাংবাদিককে। এ ঘটনায় আহত হয় সাংবাদিকরা। পরবর্তীতে মামলা নেয় পুলিশ এবং লিটন নামের একজনকে আটক করা হয়।
এর আগে গত ১৪ জানুয়ারি নবীগঞ্জ ফেরীঘাটে এক শিশুকে মারধরের প্রতিবাদ করায় সন্ত্রাসী সোয়াদ ৩ সাংবাদিক সিফাত আল রহমান লিংকন, মিজান ও জামালকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় সাংবাদিক লিংকন বাদি হয়ে ওই দিনই সদর মডেল থানায় দুইজনকে আসামী করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
সচেতন মহল মনে করেন , নারায়ণগঞ্জসহ সারাদেশে যারা সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন তারা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন। কিন্তু সাম্প্রতীক এ জেলায় বেশ কয়েকটি ঘটনায় ঘটার কারনে আমরা সংকিত। পেশাদার সাংবাদিকদের ওপর একের পর এক মামলা এবং হামলার ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে সাংবাদিকতা পেশা হুমকির মুখে পরবে। যদিও সরকার যতেষ্ট সচেতন ও সজাগ। তারপরেও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আরও ভাবতে হবে সরকারের এমন মন্তব্যও করেছেন জেলাবাসীসহ সচেতন মহল।
পুলিশের একাধিক সূত্র জানায়, সাংবাদিকরা হলো জাতির বিবেক। তাদের কাজের জন্য সব সময় নিরাপত্তা দেয়া হবে। যে বিষয়গুলো ঘটছে সেগুলো অনাকাঙ্খিত। তবে ভবিষ্যতে এ বিষয়টি নিয়ে আরও সজাগ থাকতে প্রশানের সকল কর্মকর্তাবৃন্দ আরও বেশী গুরুত্ব দিবে মনে করেন জেলা পুলিশ।
মিথ্যা মামলার শিকার আমার সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এবং নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’র সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, সাংবাদিকতা পেশায় প্রায় এক যুগেরও বেশী সময় ধরে কাজ করছি। সব সময় দেশ ও জনগণের পক্ষে থেকে ন্যায়ের পথে হেটেছি। কখনও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ অন্যায়ের সাথে আপোষ করিনি। আর এ কারনে বেশ কয়েকবার মিথ্যা মামলার শিকার হয়েছি। তবে এগুলো নিয়ে এখন আর ভাবি না, কেন না সত্য ও ন্যায়ের পথে থাকলে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন সাথে থাকেন। তাই যতই বাধা বিপত্তি আসুক না কেন সাংবাদিকতার মত মহান পেশায় থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।
আপনার মন্তব্য প্রদান করুন...