সেহাচরে বেপরোয়া কিশোর গ্যাং সানি বাহিনী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সেহাচরে বেপরোয়া কিশোর গ্যাং সানি বাহিনী
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নই বিএনপি নেতা শাহ্ আলমের মূল লক্ষ্য বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ফালান মুদি গ্রেফতার মাসুদের পাশে সর্বশক্তি নিয়ে থাকব : মাওলানা ফেরদাউসুর দেওভোগ এলাকায় রাসেল বাহিনীর দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লায় তাঁতী দলের দুই নেতার জুয়া খেলার ভিডিও ফাঁস বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন দেওভোগ এলাকায় রাসেল গ্রুপের ত্রাস, সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া : সানি বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাকির খানের দোয়া নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রস্তুত শাহআলম শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সেহাচরে বেপরোয়া কিশোর গ্যাং সানি বাহিনী

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
সেহাচরে বেপরোয়া কিশোর গ্যাং সানি বাহিনী

ফতুল্লার সেহাচর তক্কারমাঠ বড়বাড়ি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোরগ্যাং প্রধান সানি ও তার বাহিনী। একেরপর এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে এই কিশোররা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন সন্ত্রাসী কর্মকান্ড সংঘঠিত হচ্ছে। এমনকি মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক সেবন, স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ইভটিজিং ও ছিনতাইয়ের মত ঘটনা ঘটিয়ে চলেছে তারা। থানায় অভিযোগ দিলেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।

সূত্র জানায়, গত সোমবার (২ মার্চ) রাতে ফতুল্লার সেহাচর গনি হাজ্বী বাড়ি এলাকায় অভিযুক্ত কিশোর সন্ত্রাসী আক্কাস মিয়ার ছেলে সানি, সাঈদ মিয়ার ছেলে ফারিদ, তাদের সহযোগী শান্ত, রিয়াজ, হামিদুল ও বাবুসহ অজ্ঞাত ১০/১২ জনের একটি অস্ত্রধারি দল রাব্বি নামে এক যুবককে অস্ত্র ঠেকিয়ে তার বেতনের সাড়ে ষোল হাজার টাকা কেড়ে নেয়। এতে বাধা দেয়ায় ভুক্তভোগী রাব্বি ও তার সহযোগী রবিউল (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে সানি গ্রুপ। হামলা ও ছিনতাইয়ের পর হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর আহত রাব্বি ও রবিউলকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত রাব্বি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত রাব্বি (২৩) ফতুল্লার সেহাচর উকিল বাড়ি এলাকার মজিবর মিয়ার ছেলে এবং রবিউল (১৮) একই এলাকার রতন মিয়ার ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, সোমবার রাতে এমন সন্ত্রাসী হামলার পর থানায় অভিযোগ দায়ের করলেও আজ মঙ্গলবার সকালেই আবারও ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়েছে ওই সন্ত্রাসীরা। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদি সহ আহত রবিউল ও তার পরিবারের সদস্যরা। শঙ্কিত হয়ে পড়েছে দক্ষিন সেহাচর এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারাও।

সূত্র আরো জানায়, গত রোববার (১ মার্চ) রাতে দাপা ইদ্রাকপুর পুরাতন ক্যালিক্স স্কুলের সামনে জয় নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত করে তার মোবাইল কেড়ে নেয় অভিযুক্ত সানি গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী জয় বাদী হয়ে গত রোববার রাতেই ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই কিশোর গ্যাংয়ের এমন সন্ত্রাসীকান্ডে শঙ্কিত হয়ে পড়া মানুষদের দাবি, এদের দ্রুত আইনের আওতায় এনে নির্মূল করা না গেলে, যেকোন সময়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘঠিত করে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আসলাম হোসেন বলেন, কিশোর গ্যাং থেকে শুরু করে যেকোন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ হার্ডলাইনে আছে। সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। প্রত্যেককেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..