নারায়ণগঞ্জে আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আফিয়া জালাল ফাউন্ডেশনের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মূল উদ্যোক্তা হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ শাহ্ আলম।
মেডিকেল ক্যাম্পটি ফতুল্লা পোস্ট অফিস এলাকার ফাউন্ডেশনে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলবে। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ডাক্তারি পরামর্শ প্রদান করা হবে এবং রোগীদের রিপোর্ট দেখানোও ফ্রি থাকবে।
কর্মকর্তারা জানান, ক্যাম্পে সকল ধরণের মেডিকেল পরীক্ষায় ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। আয়োজকরা সকলকে এই ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...