বন্দরে পলাতক নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২৩ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বন্দর উপজেলার পশ্চিম কুশিয়ারা এলাকার জাকির হোসেন মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিনা আক্তার (২৩), বন্দর রুপালী গেইট এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিরা (২৫) ও বন্দর উপজেলা পরিষদের ধামগড় ইউনিয়নের গোলাম মোস্তফা মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ওমর ফারুক (৩২)।
গ্রেপ্তারকৃতদের রোববার (২৪ মার্চ) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আপনার মন্তব্য প্রদান করুন...